দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- বাঘমুণ্ডি ব্লক উদ্যানপালন দপ্তর এর উদ্যোগে এক দিনের কৃষক প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো মঙ্গলবার। এদিন বাঘমুণ্ডি পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এই শিবিরটি আয়োজিত হয়। জানা গিয়েছে, হার্টিকালচার হলো উদ্ভিদ বিজ্ঞানের একটি শাখা যা বাগানের ফসল। সাধারণত ফল, শাকসবজি, ফুল, মাশরুম, মশলা এবং মশলা চাষের দিকগুলি নিয়ে কাজ করে। এছাড়াও কৃষকদের মাশরুম চাষে উৎসাহিত করেছে এবং বিশেষ ব্যবস্থাপনাও করেছে দপ্তর থেকে।ভালো লাভের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলিতে বিশেষ করে উদ্যান চাষের বাণিজ্যিকীকরণের প্রেক্ষাপটে সেই চাষ গুলিতে একটি স্থানান্তর প্রত্যাশিত। একদিনের শিবিরে উপস্থিত ছিলেন বাঘমুণ্ডি ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিক আর্য তা, বাঘমুণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী, সহকারি সভাপতি মানস মেহেতা, পুরুলিয়া জেলা উদ্যানপালন দপ্তরের আধিকারিক কৃষ্ণেন্দু নন্দন, বাঘমুণ্ডি ও আড়ষা উদ্যানপালন দপ্তরের আধিকারিক শচীনন্দন মাঝি, অযোধ্যা পাহাড় পলাশ ব্লসম এস্টেট থেকে রাজেশ মাহাতো প্রমুখ দপ্তরের অন্যান্যরা। প্রশিক্ষণ শিবিরে প্রত্যন্ত এলাকার কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদেরকে মাশরুম বীজ এবং কেঁচো সার তৈরীর সরঞ্জাম বিতরণ করা হয়। দপ্তর সূত্রে জানা গিয়েছে, দপ্তর থেকে প্রত্যেক ব্লকে ব্লকে প্রশিক্ষণ দেওয়া হবে কৃষকদের। এদিনের প্রশিক্ষণ শিবিরে কৃষকরা ছিলো খুবই উৎসাহিত।