বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব

সঙ্কেত ডেস্ক: বুধবার পেশ হল রাজ্য বাজেট। রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হবে সেই বর্ধিত ডিএ।আর এই ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে ১৮ শতাংশে ঠেকল। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। অর্থাৎ এবারে রাজ্য বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র-রাজ্য মহার্ঘ ভাতার তফাত ছিল ৩৯ শতাংশ। এদিন নতুন করে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক কমে দাঁড়াল ৩৫ শতাংশ।
কেন্দ্রের সঙ্গে এখনও রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক ৩৫ শতাংশ। কেন্দ্র প্রতি বছর দু’বার করে DA দিয়ে থাকে। এবার এখনও এক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা বাকি রয়েছে। ফলে সেই ঘোষণা হয়ে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক আরও বেড়ে যাবে।
যদিও সরকারের এই ঘোষণায় খুশি নয় আন্দোলনরত সরকারি কর্মচারীদের সংগঠন। তাঁরা জানিয়েছেন এখনও তাঁরা কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের থেকে ৩৫ শতাংশ হারে পিছিয়ে আছেন। সুতরাং তাদের আন্দোলন চলবে। আন্দোলনের মঞ্চে থাকা সরকারি কর্মীরা বলছেন, “এবার আমরা আন্দোলন আরও তীব্রতর করব।” তাঁদের যুক্তি, মূল্যবৃদ্ধি সর্বত্র একই হারে হচ্ছে। তাই ফারাক থাকা উচিত নয়।