বাদনা পরব উপলক্ষে আদিবাসীদের বস্ত্র দান

বাদনা পরব উপলক্ষে আদিবাসীদের বস্ত্র দান

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক পরেই আদিবাসী সম্প্রদায়ের বাদনা উৎসব।তাই বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় নিজে উপস্থিত হয়ে সামডি পঞ্চায়েত ও ফুলবেড়িয়া বলকুন্ডা পঞ্চায়েতের অন্তর্গত প্রায় ৩০০জনের হাতে নতুন বস্ত্র দিলেন।তাছাড়া এদিন তিনি আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশন গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলেদেন।পাশাপাশি এথোড়া পঞ্চায়েতের অন্তর্গত মাধাইচক গ্রামে যুবনেতা মুকুল উপাধ্যায় প্রায় ২৫০জন আদিবাসী মহিলার হাতে নতুন বস্ত্র তুলেদেন।
এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন সামনেই বাদনা উৎসব তাই সমস্ত আদিবাসী গ্রাম গুলিতে গিয়ে নতুন বস্ত্র দেওয়া হচ্ছে।তাছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *