নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:এবার ধিক্কার মিছিলে সামিল হলেন বাম শ্রমিক সংগঠনের সদস্যরা। শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, অধিকার সহ একাধিক দাবিতে আজ রাজ্য জুড়ে মিছিল পরিক্রমা করছে বাম সংগঠন গুলি।দেশজুড়ে বামেদের আইন অমান্য কর্মসূচির রেশ এসে আছড়ে পড়লো পশ্চিম মেদিনীপুর জেলাতেও।
মঙ্গলবার বেলা বারোটা নাগাদ মেদিনীপুর শহরের জেলাশাসক দপ্তরে শুরু আইন অমান্য কর্মসূচি।ডিওয়াইএফআই ও সিপিআইএম এর পক্ষ থেকে কর্মসূচিকে ঘিরে রীতিমত ধন্ধুমার কান্ড বেধে যায় কালেক্টর অফিসের প্রবেশপথে।শুরু হয়ে যায় পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি!দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ উত্তেজনার পারদ বাড়তে থাকে। এই কঠিন পরিস্হিতি সামাল দিতে রীতিমত বেগ পেতে হয় পুলিশকর্মীদের।বাম সংগঠনের মহিলা কর্মীরা প্রশাসনের ওপর একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। বেশ কয়েক ঘণ্টা পর অবশ্য জেলা কালেক্টর অফিস চত্বর থেকে কর্মীদের হটিয়ে দেয় পুলিশ।