সংবাদদাতা,যাদবপুর: যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ রবিবার দুপুরে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলতলায় স্টেডিয়াম ফুটবল মাঠে একটি বসন্ত উৎসবে আসেন এবং সেখানে হোলি খেলায় মত্ত হন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বে বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাগ সরদার, বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায় চৌধুরী, বারুইপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পৌর মাতা নমিতা সদ্দার, বারুইপুর পূর্ব বিধানসভা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর সহ বারইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপাদান সহ তৃণমূল কর্মী নেতা নেতৃবৃন্দ। দুপুর আড়াইটা নাগাদ এই বসন্ত উৎসব শুরু হয় বহু কচিকাঁচার দল এখানে নৃত্য পরিবেশন করে। সেই সঙ্গে এলাকার মানুষ এই দোল উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি হয়েছেন। শেষে এই হোলি উৎসবের খেলা হবে গানটিতে সারা মাঠে দর্শক এবং নৃত্য পরিবেশন যারা করেছিল সবাই মিলে নাচের তালে তাল দিয়েছিল।
এই অনুষ্ঠান শুরুতেই বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিধায়ক বিভাস সরদারের মুখে আবির মাখিয়ে দেন সায়নী ঘোষ।এবং বিধায়ক নিজেও সায়নী ঘোষের মুখে আবির মাকিয়ে দেয়। সেই সঙ্গে সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা নিজেদের মধ্যে আবির মেয়েকে বসন্ত উৎসব পালন করে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরের সায়নী ঘোষ বলেন সিপিএম যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সঙ্গে তার কোন কনটেস্ট নেই । শুধু বিজেপি প্রার্থী যারা দেশকে ভাগ করতে চাইছে তাদের বিরুদ্ধেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েই লড়ার অনুমতি দিয়েছে তাই তিনি এই ভোট লড়াই অবতীর্ণ হয়েছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *