বালির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি তথা অবৈধ বালি কারবার নিয়ে বিক্ষোভ সালানপুরে

বালির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি তথা অবৈধ বালি কারবার নিয়ে বিক্ষোভ সালানপুরে

নিজস্ব প্রতিবেদক: চার হাজার টাকা ট্রাক্টর বালি কিনতে হচ্ছে সাধারণ মানুষকে।একদিকে সরকারি রেভিনিউ ফাঁকি,অন্যদিকে সাধারণ মানুষের পকেট থেকে খসে যাচ্ছে হাজারে হাজারে।এমনই পরিস্থিতি তৈরি হয়েছে,আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে।এক ট্রলি বালি যার পরিমাণ হওয়া উচিত ১০০ সিএফটি সেই বালির মূল্য সাধারণ মানুষকে ৪০০০ টাকায় কিনতে বাধ্য করা হচ্ছে। এমনই পরিস্থিতি তৈরি করা হচ্ছে বাজারে।অথচ সরকারি রেভিনিউ ফাঁকি যাচ্ছে অগাধে।কৃত্রিম এই পরিস্থিতি তৈরি করার জন্য বিরোধীদের কাছে সমালোচিত হতে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসকেও। এদিন সাধারণ মানুষের ৪০০০ টাকা ট্রলি বালি কেনার এই পরিস্থিতির প্রতিবাদ করে সালানপুর থানার রূপনারায়নপুর পুলিশ ফাঁড়িতে প্রতিবাদ বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুলিশের কাছে দেওয়া হল স্মারকলিপি।সালানপুর এলাকার সিপিএমের নেতা আবির ঘোষ জানান ব্যাপক হারে সরকারি রেভিনিউ ফাঁকি দিয়ে বালির কাজ কালোবাজারি এলাকায় মাথাচাড়া দিয়ে উঠেছে।যার পরিনাম স্বরূপ সাধারণ মানুষকে বালি কিনতে হচ্ছে চার হাজার টাকায়।এই পরিস্থিতির জন্য তিনি শাসকদলের দিকে আঙুল তুলেছেন।পাশাপাশি এই পরিস্থিতির নিয়ন্ত্রণ ও নজরদারির জন্য আবেদন জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে।
বামেদের এই প্রতিবাদ আন্দোলনে উপস্থিত ছিলেন সিপিএম নেতা গণেশ পন্ডিত, মেঘনাদ ব্যানার্জি, অসীম ব্যানার্জি, মহিলা নেত্রী শিপ্রা মুখার্জি, সহ সিপিএম নেতাকর্মীরা।এদিন এছাড়াও এলাকায় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়া, এলাকায় ঠিকমতো সাফসাফাই না হওয়া সহ বিভিন্ন দাবিতে পুলিশের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *