সঙ্কেত ডেস্ক: সুজাতাকে পার্টি অফিসে ডেকে কড়া ধমক দিলেন দলের উপর তলার নেতারা। তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হাত জোড় করে ভোট চাওয়া ছাড়া কোনও কথা যেন তাঁর মুখ থেকে না বেরোয়। সৌমিত্র খাঁ প্রসঙ্গে ভরা মঞ্চে একের পর এক ঝাঁঝালো মন্তব্য করেছেন সুজাতা। একাধিক নারীসঙ্গের অভিযোগ থেকে শুরু করে লম্পট এমন নানা মন্তব্যও শোনা যায় সুজাতার মুখে। এবার তাঁকেই জিভে নাগাল দিতে বলল দল। দলের শীর্ষ নেতাদের পরামর্শ, হাত জোড় করে ভোট চাওয়া ছাড়া প্রতিপক্ষকে কোনও ব্যক্তি আক্রমন করা যাবে না।

এক ছাদের তলায় বসবাস করেছিলেন একদা, আর আজ তাঁরাই লড়াইয়ের বৃহত্তর ময়দানে একে অপরের প্রতিপক্ষ। এই হাইভোল্টেজ কেন্দ্রে দুই প্রার্থীই শুরু করেছেন প্রচার। টাইমমেশিন, ঘুরিয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকালেই সম্পূর্ণ অন্য ছবি দেখা যাবে। সেবার সৌমিত্রর হয়ে প্রচারে নেমেছিলেন সুজাতা। মাঝের ৫ বছরে উল্টে পাল্টে গিয়েছে সমস্ত সমীকরণ।

দুই প্রাক্তনের লড়াই-এর ঝাঁঝ ইতিমধ্যেই আঁচ করা যাচ্ছে।
এর আগে সৌমিত্র খাঁ-কেও এই একই সাবধানবাণী শুনিয়েছে বিজেপি। বিজেপির তরফে সৌমিত্রকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে- প্রতিপক্ষকে কোনওরকম ব্যক্তি আক্রমণ বা অসংযত শব্দ ব্যবহার করা যাবে না।এবার সৌমিত্র খাঁ সম্পর্কে মন্তব্য করা নিয়ে সুজাতা মন্ডলকে সাবধান করল তৃণমূল কংগ্রেস।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *