নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বিজেপির ডাকা ১২ঘণ্টার বাংলা বাধে বিক্ষিপ্ত অশান্তি ক্রাল আসানসোল শিল্পাঞ্চলে।আদিন কুলটি থানার ডিসেরগড় পোস্ট অফিস সংলগ্ন বিজেপি নেতা অভিজিৎ আচার্য রাস্তার উপর বাঁশ বেঁধে অবরোধ করার সময় পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়। সেই সময় পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা।
নুনী মোড়ে বন্ধ সমর্থনে পথ অবরোধ করে বিজেপি নেতাকর্মীদের। বিজেপি নেতা অরিজিৎ রায়ের নেতৃত্বে এই অবরোধ। পুলিশ অবরোধ তুলতে এলে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।
আসানসোলের রানীগঞ্জে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করেন আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা বন্ধের বিরোধিতা করেন। সেই সময় উত্তেজনা সৃষ্টি হয়। এবং দু’পক্ষের মধ্যে হাতাহাতি লেগে যায় বলে জানা গেছে।
বানপুরের ত্রিবেনি মোড় থেকে বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ ১৫জনকে আটক করলো পুলিশ।
আসানসোলের ভগৎ সিং মোড় জিটিরোড অবরোধ করে বিজেপি।প্রায় ৩০মিনিট অবরোধ চলে।অবরোধের জেরে আটকে পড়ে সরকারি বাস।
বিজেপির ১২ঘন্টা বন্ধের সমর্থনে কুলটি বিধান সভার বরাকর স্টেশন রোডে বিজেপির মিছিল।পাল্টা বন্ধ বিরোধিতায় রাস্তায় নেমেছে তৃর্ণমুল কর্মীরা।বন্ধের সমর্থনে বিজেপি নেতা কর্মীরা মিছিল করে।দুই দলের মুখোমুখি হয়ে পড়ে।দু পক্ষের মধ্যে শুরু হয় বচসা।ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক হয়।পুলিশ কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সহ বেশ কয়েকজন কে আটক করে বলে খবর।
কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয়পোদ্দার সহ বিজেপির বেশ কয়েক জনকে আটক করে কুলটি থানার পুলিশ।তাঁরই প্রতিবাদে কুলটি থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল বিজেপি নেতৃত্ব ও কর্মীসমর্থকেরা।