সংবাদদাতা,বাঁকুড়াঃ এক জন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আপনি রাজ্যের মহিলাদের ১০ লক্ষ টাকা ‘রেট’ বেঁধে দিচ্ছেন, আপনার ক্ষেত্রে আমরা ২৫ লক্ষ টাকা দেবো। আর ওই টাকা ‘ঘরে ঘরে আদায় করে দেবো’, রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। আর.জি করের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ওন্দা বাজারে মিছিল শেষে দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই মন্তব্য করেন।

অমরনাথ শাখা এদিন তাঁর বক্তব্যে আগাগোড়া শাসক তৃণমূল ও পুলিশকে আক্রমণ করেন। তিনি বলেন, ওন্দা থানা তৃণমূল নেতাদের অঙ্গুলী হেলনে চলছে। ওই পুলিশকে কাজে লাগিয়ে বিরোধীদের কন্ঠরোধ করার চেষ্টা চলছে। সেকারণেই স্থানীয় বিডিও অফিসের পাশাপাশি ওন্দা থানা ঘেরাও কর্মসূচী করবো। একই সঙ্গে এই মুহূর্তে ‘পুলিশ ছাড়া তৃণমূলের সঙ্গে কেউ নেই’ বলেও তিনি দাবি করেন।

অমরনাথ শাখা এদিন ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল নিয়েও মারাত্মক অভিযোগ করেন। তাঁর দাবি তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক অরুপ খাঁ-র মদতে ওই হাসপাতাল মদ্যপদের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এর বিহিত করবেন বলেও তিনি জানান।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের অবস্থানে অনড় থাকেন তিনি। তাঁর দাবি, ‘লক্ষীর ভাণ্ডার নয় অলক্ষীর ভাণ্ডার’। একই সঙ্গে ওই প্রকল্পের মাধ্যমে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

আর.জি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে বিজেপির মিছিলে নেতৃত্বে ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। এছাড়াও দলের অন্যান্য নেতৃত্ব এই প্রতিবাদ মিছিলে পথ হাঁটেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *