নিজস্ব প্রতিনিধি: পশ্চিম বর্ধমান জেলা বিজেপি পক্ষ থেকে আসানসোল রূপনারায়ণপুরে বিকশিত ভারত অভিযান যাত্রা। এদিন সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল ,বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী, বিধায়ক অজয় পোদ্দার সহ বিজেপি নেতৃত্ব।

এদিন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল বলেন, একশো দিনের কাজ নিয়ে দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট মন্তকের সঙ্গে কথা বলেছে মন্ত্রক থেকে তদন্ত কমিটি এসেছিল তদন্ত করতে তারা রিপোর্ট দিয়েছে। যদি কোন দুর্নীতি না হয়ে থাকে তাহলে মন্তক সিদ্ধান্ত নেবে।পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে মন্ত্রী কপিল মহেশ্বর পাতিল বলেন,এনডি জোট হওয়ার পর থেকে অভিযোগ করা হচ্ছে সংবিধান সমস্যায় রয়েছে। মোদীজি ক্ষমতায় আসার পরে সব থেকে বেশি সংবিধানকে গুরুত্ব দেয়া হয়েছে।পশ্চিমবঙ্গে আধা সামরিক বাহিনীর উপর হামলা, এটা কি সংবিধান বিরোধী নয়? বলে প্রশ্নই ছুড়ে দেন তিনি। পাশাপাশি তিনি বলেন কেন্দ্র সরকার খোঁজ খবর নিয়েছে, নিশ্চিত ভাবে এই ঘটনার উপর কারবাই করা হবে।

এদিন মঞ্চ থেকে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, কাকু ভেতরে আছে, আরো কত কাকু কাকিমারা তাদেরও ভেতরে পাঠানো হবে।এদিন মন্ত্রী কপিল মোরেশ্বর পার্টিলের হাত ধরে বারাবনি, কুলটি,আসানসোল এলাকা থেকে প্রায় ১০০ জন সংখ্যা লঘু পরিবার কর্মী বিজেপিতে যোগদান করেন।

তবে এই প্রসঙ্গে তৃণমূল নেতা মহম্মদ আরমান জানান, এরা সব ভোট পাখি,ভোটের সময় তাদের দেখতে পাওয়া যায়।সালানপুর ব্লক থেকে এক জনও বিজেপিতে যোগ দেয়নি।তারা বাইরের কয়েকটি পরিবারকে নিয়ে এসে এখানে যোগ করিয়েছে।তারও লোকসভা ভোটের পর আবার তৃণমূল কংগ্রেসের যোগ করবে।কারণ বিজেপির কোনো সংগঠন নেই।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *