সংবাদদাতা,কলকাতা: সোমবার দুপুরে, এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা চত্বর। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর রাস্তায় শুয়ে পড়েও বিক্ষোভ দেখতে শুরু করেন আন্দোলনকারীরা। চাকরিপ্রার্থীদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

জানা গেছে বিধানসভার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন SLST চাকরি প্রার্থীরা,তাতে সামিল হন শারীরশিক্ষা, কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা ও তাঁদের একটাই দাবি, দ্রুত নিয়োগ চাই। বিধানসভার ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকেন চাকরিপ্রার্থীরা। সে সময়ে স্বাভাবিকভাবেই পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। চলতে থাকে ধড়পাকড়। বেশ কয়েকজনকে ভ্যানে তোলা হয়। তখন বিক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা। পুলিশের এই ভূমিকার কড়া নিন্দা করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, ন্যায্য চাকরির দাবিতে তাঁদের এই অভিযান। চাকরিপ্রার্থীদের দাবি বছরের পর বছর তাঁরা ঘুরে চলেছে,এখনও হাতে মেলেনি নিয়োগপত্র। মুখ্যমন্ত্রীর দফতর থেকে একাধিক দফতরে চিঠি দিয়েও লাভ হয়নি বলে দাবি তাঁদের। এদিকে, দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার জন্য, চাকরিপ্রার্থীদের অবস্থান থেকে উঠে যেতে বলা হয়েছিল।
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। কিন্তু তার আগে বিধানসভার বাইরেই পুলিশ যেভাবে তাঁদের প্রতিবাদ দমনে নেমেছে, তা অত্যন্ত নিন্দনীয়। সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *