সংবাদদাতা, জঙ্গিপুর: জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে খুনের হুমকি কাণ্ডে গ্রেপ্তার ঝাড়খন্ডের এক যুবক। রবিবার রাতেই ঝাড়খণ্ডের পাকুড় থানার ইসলামপুর গ্রামের বাসিন্দা ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম আহাসানুজ্জামান। যদিও হুমকির সংগে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছেন ওই যুবক। সোমবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়ে হেফাজতে নেবে সুতি থানার পুলিশ। এদিকে পুলিশের গাড়িতে উঠে হুমকির কথা স্বীকার করলেও ঝাড়খন্ডের ওই যুবক আহাসানুজ্জামানের দাবি, জাকির হোসেনের মেয়েকে সে ভালোবাসতো। প্রণয় ঘটিত কারনে দুবছরের বেশি সময় ধরে জাকির হোসেনের মোবাইলে ম্যাসেজ করেও কোনো রিপ্লাই না পাওয়ায় গালিগালাজ করেছি। কোনো রকম খুনের হুমকি দিইনি। এদিকে গ্রেপ্তার হওয়া যুবকের পরিবারের সদস্যদের দাবি, ছেলে বিটেক করার পর কোনরকম কাজ ছাড়া বাড়িতেই বসেছিলেন। মানসিক সমস্যাও রয়েছে তার। এদিকে পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।