সঙ্কেত ডেস্ক: কলকাতায় চিকিৎসকের ধর্ষণ, খুন-কাণ্ডে গোটা রাজ্যের পাশাপাশি দেশ জুড়েও পারদ চড়তে শুরু করেছে। সেই আরজি কর কাণ্ড নিয়ে গান বাঁধতেই এবার কুণাল ঘোষের তোপের মুখে পড়লেন অরিজিৎ সিং। আরজি কর কাণ্ড নিয়ে গান বাঁধতেই তাঁকে একপ্রকার তুলোধোনা করলেন তৃণমূলের মুখপাত্র। এমনকি তিনি কোনও হিন্দি বলয়ের ঘটনা নিয়ে কেন মুখ খোলেন না সেটা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়লেন না। কেন শুধু বাংলার ক্ষেত্রেই ‘বিবেক জাগে এবার সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সম্প্রতি একটি গান বাঁধেন অরিজিৎ।গানের সুরে সুরে বিচার চেয়েছেন আরজি করের নির্যাতিতার হয়ে। গানটির নাম ‘আর কবে’। সম্প্রতি অরিজিতের ফ্যান পেজ থেকে এই গানটি প্রকাশ্যে আনা হয়েছে। সোশাল মিডিয়ায় অরিজিতের সেই ভাইরাল গান প্রসঙ্গেই এবার এক্স প্রোফাইলে ট্যুইট করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র লেখেন, ‘অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?’ প্রসঙ্গত অরিজিৎ সিং বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও একাধিক কাজ করেছেন। দেশে বিদেশে ছড়িয়ে তাঁর অগণিত ভক্ত। জাতীয় পুরস্কার সহ ফিল্মফেয়ার পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।

তবে শুধু অরিজিৎ একা নয়, এদিন কুণাল ক্ষোভপ্রকাশ করেছেন টলিপাড়ার অন্য তারকাদের বিরুদ্ধেও। তাঁর অভিযোগ, প্রয়োজনের সময় টলিপাড়ার শিল্পীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন, হাত নেড়ে ছবি তোলেন। কিন্তু শাসকদলের দুঃসময়ে তাঁদের খুঁজে পাওয়া

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *