বাইজিদ মণ্ডল মগারাহাট: প্রতি বছরের ন্যায় এবারও মগরাহাট পশ্চিম বিধান সভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার ব্যবস্থাপনায় ১লা জানুয়ারী ২০২৪ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এবার ২৭ তম বর্ষ প্রতিষ্ঠা দিবস পতাকা উত্তোলন ও অন্যান্য অনুষ্ঠানের মধ্যে পালন করা হয় উস্থি বিধায়ক জনসংযোগ কার্যালয়ে র সামনে। এদিন প্রতাকা উত্তোলন করেন বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা এছাড়া ও সঙ্গে উপস্তিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবর রহমান, এস সি ও বি সি সেল সাংগঠনিক সুন্দরবন জেলার সভানেত্রী সঙ্গীতা হালদার,শিক্ষার কর্মাধ্যক্ষ সেলিম খান, মগরাহাট পশ্চিম ব্লক যুব কার্যকারী সভাপতি নাজবুল দপ্তরী সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ প্রমুখ।