নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের সামনে এক প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি। নাগরিক পরিষেবা পাওয়া যাচ্ছে না।বার্ধক্য ভাতা, বিধবা ভাতা,এলাকার হোর্ডিং,অবৈধ জায়গায় এর বিরুদ্ধে পৌরনিগমের পদক্ষেপ না নেওয়া সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিবাদ কর্মসূচি।
বৃহস্পতিবারের এই কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী, বিরোধী দলনেত্রী তথা বিজেপি কাউন্সিলার চৈতালি তেওয়ারী,জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী, কৃষ্ণেন্দু মুখার্জী সহ বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।
রামের নাম এর ভয়ে পালিয়েছে আসানসোলের মেয়র। এমন ই ভাষণে কেঁপে উঠল আসানসোল পৌরনিগমের সামনে তৈরি করা বিজেপির প্রতিবাদ কর্মসূচির মঞ্চ থেকে।পাশাপাশি মঞ্চ থেকে ঘোষণা করা হয় আগামী ১৬ তারিখ থেকে ওয়ার্ড ভিত্তিক ক্যাম্প করা হবে। সাধারণ মানুষের পরিষেবা নিয়ে অভাব অভিযোগ শোনা হবে। তারপর ব্যবস্থা নেওয়া হবে।
শুধু তাই নয় আসানসোলের বিভিন্ন জায়গায় মানুষ বঞ্চিত হচ্ছে বলে দাবি তাদের। উঠে আসে বিভিন্ন দুর্নীতির কথা। মঞ্চ থেকে ঘোষণা করা হয় পরিস্থিতি বদল না হলে স্বচ্ছতা সামনে না এলে আরো বড় আন্দোলন হবে।

যদিও আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বিজেপির এই অভিযোগ অস্বীকার করে বলেন পৌরনিগম পরিষেবা মানুষ পাচ্ছে কি পাচ্ছেনা সেটা মানুষ ঠিক করে দেয় আর মানুষের আশীর্বাদে মা মাটি মানুষের সরকার আছে, আসানসোল পৌরনিগম আছে।মানুষ কে পরিষেবা দিতে হলে মানুষ হতে জাতি ধর্ম বিভাজনের রাজনীতি করছে বাংলা কে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *