সঙ্কেত ডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগে এখন রাজ্যজুড়ে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা।সেখানে খাস কলকাতায় এক চিকিৎসকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল। এই অভিযোগ করেছেন এক যুবতী। আর সেই অভিযোগের ভিত্তিতে এবার গ্রেফতার হলেন কলকাতার এক চিকিৎসক। আজ, শনিবার সকালে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। অভিযুক্তকে আজই আলিপুর আদালতে হাজির করছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর ওই চিকিৎসকের বাড়িতে একটি চেম্বার আছে। যেখানে রিসেপশনিস্টের কাজ করতেন ওই যুবতী। সেখান থেকে আলাপ পরিচয় হয়। ওই চিকিৎসক যুবতীকে প্রেমের প্রস্তাব দেয় বলে অভিযোগ। তারপর থেকে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। রিসেপশনিস্টের কাজও চলছিল। সঙ্গে প্রেমও। ওই যুবতীর বাড়ি ফিরতে রাত হয়ে যেত। এই সুযোগে অভিযুক্ত চিকিৎসক যুবতী–রিসেপশনিস্টকে প্রস্তাব দেন, বেশি রাত হয়ে গেলে বাড়ি না গিয়ে সেখানে থেকে যেতে। তখন থেকেই চিকিৎসকের বাড়িতে থাকতে শুরু করেন ওই যুবতী। তখন থেকে সহবাস শুরু করেন ওই চিকিৎসক।ওই মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিগত চার বছর ধরে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করেছেন ওই চিকিৎসক। কিন্তু জুন মাসে হঠাৎই তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এনিয়ে অশান্তিও হয় দুজনের মধ্যে। অবশেষে ২৯ তারিখ গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
পুলিশ জানিয়েছে, গত ২৯ জুলাই গড়িয়াহাট থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মহিলা। তিনি পেশায় একজন রিসেপসেনিস্ট। গড়িয়াহাটের চিকিৎসকের বাড়িতেই বিগত চার বছর ধরে থাকতেন তিনি।ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এবং শনিবার সকালেই গ্রেফতার করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।