সঙ্কেত ডেস্ক: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক দীর্ঘ সোশ্যাল মিডিয়া বার্তা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনটিকে তিনি আরজি কর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসককে উৎসর্গ করলেন।
মুখ্যমন্ত্রী একটি এক্স পোস্টের মাধ্যমে লেখা বার্তায় বলেছেন, “আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়েছি। এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আর জি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেইসঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানুষিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি”।
পাশাপাশি ছাত্র যুবদের উদ্দেশ্যে এই পোস্টে মমতা বলেছেন, “ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ। আজকের দিনে তাঁদের সকলের প্রতি আমার আবেদন, এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন। আমার ছাত্র-ছাত্রী বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, উজ্জ্বল ভবিষ্যতের সংকল্পে নিয়োজিত থাকুন”।
উল্লেখ্য এর আগে গতকাল ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নবান্ন অভিযান করেছিল আরজি করের ঘটনার প্রতিবাদে। আজ আবার বিজেপির ডাকা বনধ। এই আবহে আজকের দিনে প্রতিবাদীদের মন ঘোরাতে বার্তা মমতার।