বীরভূমের কাঁকরতলার জামালপুরে দুপুরে বোমাবাজি,পা উড়ল স্থানীয় তৃণমূল কর্মীর

সঙ্কেত ডেস্ক:বালির টাকার বখরা নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষে মুড়ি মুড়কির মতো পড়ল বোমা। বোমার আঘাতে পা উড়ে গেল এক তৃণমূল কর্মীর। মঙ্গলবার দুপুরে এই ঘটনা বীরভূমের কাঁকড়তলা থানা এলাকার জামালপুর গ্রামের। আহত তৃণমূল কর্মী সত্তার আলিকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলেছে কাঁকরতলার থানার পুলিশ।
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, এই বোমাবাজির পিছনে রয়েছে তৃণমূলের দুই গোষ্ঠী। যার একদিকে অনুব্রত মণ্ডল ও অন্যদিকে রয়েছে কাজল শেখের গোষ্ঠী। এদিনের ঘটনার পিছনে অভিযুক্তেরা তৃণমূল নেতা স্বপন সেন এবং তৃণমূলের কোর কমিটির উজ্জ্বল হক কাদেরির ঘনিষ্ঠ বলে স্থানীয়দের দাবি।গ্রামবাসীদের দাবি, এই ঘটনার অন্যতম অভিযুক্ত উজ্জ্বল অনুব্রতর কাছের লোক বলেই পরিচিত। আর কাজল শেখের গোষ্ঠীর লোক স্বপন। এই ঘটনার পরেই দোষীদের গ্রেফতারির দাবি তুলেছে বিরোধী বিজেপি।
এই জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল নতুন কোনও ঘটনা নয়। বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে বারবার এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসনেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, জেলা তৃণমূলের সভাপতি হতে মরিয়া কাজল শেখ। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল তিহার জেলে থাকাকালীন কাজল শেখের নিয়ন্ত্রণে চলে গেছিল জেলা তৃণমূলের নিয়ন্ত্রণ। তবে অনুব্রতকে সাংগঠনিক পদচ্যুত করেননি দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামিন পাওয়ার পর অনুব্রত জেলায় ফেরার পর কাজল শেখ দূরত্ব রাখছিলেন। চলছিল দুই গোষ্ঠীর সংঘর্ষ। সেই রেশ ধরে এবার কাঁকরতলায় সংঘর্ষ।