সঙ্কেত ডেস্ক: প্রার্থীপদ বাতিল হল বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের। সূত্রের খবর, নো ডিউস সার্টিফিকেট দেখাতে না পারায় মনোনয়ন বাতিল করা হয়েছে প্রাক্তন এই আইপিএস কর্তার। এরকম কিছু হতে পারে বলে আগেই আশঙ্কা করেছিল বিজেপি। তাই বৃহস্পতিবারই বিজেপির তরফে আরও এক প্রার্থী দেবতনু ভট্টাচার্য মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁর মনোনয়ন গৃহীত হয়েছে। জানা গিয়েছে, ২০২১ সালে বিজেপি-তে যোগ দিয়েছিলেন দেবতনু। তার আগে হিন্দু সংহতি নামে একটি সংগঠনে কাজ করতেন তিনি। গত বিধানসভা নির্বাচনে হাওড়ার আমতা থেকেও ভোটে লড়েছিলেন তিনি।
লোকসভা ভোটের কয়েক সপ্তাহ আগেই পুলিশের চাকরি থেকে আচমকা ইস্তফা দিয়েছিলেন দেবাশিস ধর। তাঁর ইস্তফা গ্রহণ করেনি নবান্ন। যদিও এই পরিস্থিতিতেও বিজেপি তাঁকে প্রার্থী করে। গত মঙ্গলবারই বীরভূম আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিজেপির ঘোষিত প্রার্থী দেবাশিস ধর। প্রচারও শুরু করে দিয়েছিলেন তিনি।
গত ২৩ এপ্রিল বীরভূমে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই তিনি স্পষ্ট জানিয়েছিলেন, সদ্য চাকরি ছাড়া আইপিএস আধিকারিক দেবাশিস ধরকে ‘নো ডিউস’ সংশাপত্র দেয়নি রাজ্য। অথচ মনোনয়নপত্র জমার সময় সেই ছাড়পত্র জমা করা দরকার। তবে মনোনয়নপত্র বাতিল হয়ে গেলেও হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয় বিজেপি। তাই দেবাশিসের বদলে বিকল্প প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির।