সঙ্কেত ডেস্ক: রাজ্যের আরো দুই আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। সূত্রের খবর, বীরভূম ও ঝাড়গ্রামের প্রার্থীদের নাম ঘোষণা ঝুলে ছিল প্রশাসনিক কারণে।
ঝাড়গ্রামে সংরক্ষিত আসনে বিজেপির হয় প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা হাসপাতালের ডাক্তার প্রণত টুডু ।তিনি ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেডিয়োলজি বিভাগের চিকিৎসক। কিছু দিন আগে তিনি ইস্তফা দিয়েছেন। কিন্তু ওই ডাক্তারবাবুর ইস্তফা নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয়।অপরদিকে, ঝাড়গ্রাম থেকে রাজ্যের শাসকদল প্রার্থী করেছে কালীপদ সোরেনকে।
অন্য দিকে কদিন আগে ইস্তফা দিয়েছেন আইপিএস অফিসার দেবাশিস ধর। তিনি পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে যে বিজেপির প্রার্থী হতে চলেছেন তা নিয়ে ছিল চর্চা। কিন্তু ঘটনা হল, দেবাশিসের ইস্তফা গৃহীত হওয়া নিয়ে জটিলতার করনে তার নাম ঘোষণা করা সম্ভব হয়নি এতদিন।এমনিতে সরকারের গুড বুকে ছিলেন না দেবাশিস। তাঁকে কম্পালসারি ওয়েটিংয়ে রাখা হয়েছিল। ২১ মার্চ তিনি মুখ্য সচিব ভগবতীপ্রসাদ গোপালিকাকে চিঠি দিয়ে ইস্তফা দিলেও তা গৃহীত না হওয়ায় তাঁর নাম রবিবারের তালিকায় রাখতে পারেনি বিজেপি। শেষ পর্যন্ত বীরভূম লোকসভা আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন আই পি এস দেবাশীষ ধর।