নিজস্ব প্রতিনিধিঃঅখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে রাজ্য কমিটির সদস্যরা আজ আলিমুদ্দিন স্ট্রীটে সিপিএম পার্টি অফিসে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করে শোক প্রকাশ করলেন । চন্দ্রচূড় বাবুর বক্তব্য নিশ্চই আমাদের সাথে বুদ্ধদেব বাবুর রাজনৈতিক দলের আদর্শগত মতপার্থক্য রয়েছে । কিন্তু রাজনৈতিক দলগুলোর বিপরীত রাজনৈতিক মতাদর্শকেও সম্মান করা উচিৎ। আমাদের প্রতিটি রাজনৈতিক দলেরই পরস্পরের প্রতি শ্রদ্ধা রাখার পাশাপাশি যে কোন শোক জ্ঞাপন অনুষ্ঠানে বা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অবশ্যই ক্ষুদ্র রাজনৈতিক পরিসরের বাইরে বেরিয়ে উদারতার পরিচয় দেওয়া উচিত । বুদ্ধদেব বাবুর পার্টি সিপিএমের নীতি ও আদর্শের সাথে নিশ্চই আমাদের অখিলভারত হিন্দুমহাসভার মৌলিক পার্থক্য রয়েছে কিন্তু একথা অস্বীকার করার কোন উপায় নেই যে ওনার মৃত্যুতে নিশ্চই এক রাজনৈতিক বর্ণময় চরিত্রের সমাপ্তি ঘটলো । দীর্ঘদিন রোগ ভোগের পর ওনার মৃত্যুতে ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিন্দু মহাসভা গভীর ভাবে শোকপ্রকার করছে । পরলোকে আমরা বুদ্ধদেব বাবুর আত্মার শান্তি কামনা করছি । বিগত বছর শুভ বিজয়ের মিষ্টি দিতে গেলে তাদের সিপিএম পার্টি অফিসে ঢুকতে দেওয়া হয়নি এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর স্পষ্ট বক্তব্য আমরা চাই সবার মধ্যে বিবেকের উদয় হোক কারণ রাজনৈতিক সৌজন্য সর্বোপরি । তাই গতবছরের কথা স্মরণ করে মনে আর কোন গ্লানি রাখতে চাইনা । আমরা বিশ্বাস করি আপনার ব্যবহারই আপনার পরিচয় বহন করে । আজ হিন্দু মহাসভার পক্ষ থেকে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও উপস্থিত ছিলেন অনামিকা মন্ডল, সর্বাণী রায়, অঞ্জুয়ারা বেগম, সুমন সরকার, সহ আরো একাধি রাজ্য নেতৃত্ব ।*

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *