নিজস্ব প্রতিনিধি: আবারো দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী। ফের তৃনমূল সুপ্রিমোকে নিশানা করে তোপ দাগলেন দিলীপ ঘোষ।বললেন, ‘জেলই বৃদ্ধাশ্রম হবে, বাকি জীবন সেখানেই কাটাতে হবে। পাপীদের নিয়ে রাজত্ব চালাচ্ছেন বলেই অপমান সহ্য করতে হচ্ছে।”রামনবমীর সকালে দুর্গাপুরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে এমনটাই মন্তব্য করলেন দুর্গাপুর বর্ধমানের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। একইসঙ্গে বলেন, ‘বাংলার সরকার রাজ্য চালায় না। তা চালায় আদালত। তাই তো এখানে সমস্ত কিছুর ফয়সালা আদালতের সিদ্ধান্তে হচ্ছে। রাজ্যে সভা সমিতি হবে কিনা, শোভাযাত্রা হবে কিনা, ছুটি হবে কিনা, এসবই আদালতের নির্দেশে বা সিদ্ধান্তে হচ্ছে। এমনকি রাজ্যে যে সর্বক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সেটারও তদন্ত আদালতই করছে। এই রাজ্যেকে দেশের বাইরে বলে মনে করা হয়। ‘জয় বাংলা’ বলছে। বাংলাদেশের স্লোগান দিচ্ছে। বলছে আদালত মানবো না, লোকসভা মানবো না। দেখে মনে হচ্ছে, ভারতের বাইরের একটা দেশ।’
নাম না করে মুখ্যমন্ত্রীকে তাঁর কটাক্ষ, ‘কি ছিঁড়বেন আপনি? কিছুই ছিঁড়তে পারবেন না। জিভ ছিঁড়বেন? সে সময় চলে গিয়েছে। মানুষ এবার ঝাঁটা জুতো নিয়ে তাড়া করবে।’ এরপরেই দিলীপ নিজের ভঙ্গিতে বলেন, ‘৪৫ বছর রাজনীতি করার পরে ‘চোর’ স্লোগান শুনতে হচ্ছে। এর চেয়ে লজ্জার কি আছে। সন্ন্যাস নিয়ে নেওয়া উচিত।’
প্রসঙ্গত, রাজ্যে ইডি সিবিআই-এর তৎপরতা নিয়ে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমার কাছে বাড়িও যা, জেলও তাই। জেলে গেলে একটু বিশ্রাম পাবো।” আর এই প্রসঙ্গে বুধবার দিলীপ ঘোষ তোপ দাগেন, “এই সুযোগও ওনার কাছে আসবে। ওটাই বৃদ্ধাশ্রম হবে। ওখানেই বাকি জীবন কাটাতে হবে।”দিলীপ ঘোষের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক। আগেও দিলীপ ঘোষ বাংলার মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন ভাষায় মন্তব্য করেছিলেন। তার জন্য নির্বাচন কমিশন সেন্সর করেছিল। তার পরেও নিজের বক্তব্যে লাগাম টানছেন না দিলীপ।