দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- বেঙ্গল ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন এর বাঘমুন্ডি জোন কমিটির পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৬ জন টিবি রোগীকে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। পাশাপাশি টিবি রোগের নিয়ে বিভিন্ন সচেতন বার্তা দেওয়া হয়। শনিবার এই মহৎ উদ্যোগটি আয়োজন হয় পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে। জানা গিয়েছে, টিবি রোগীদের বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি রাজ্য সরকারের তরফে মাসে পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হয়। কিন্তু দুঃস্থ অসহায় টিবি রোগীদের পুষ্টিকর খাবারের দিকে ঘাটতি থেকেই যায়। সেই ঘাটতি পূরণ করতে পাশে দাঁড়ালো ১০৪ বর্ষের বেঙ্গল ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন বাঘমুন্ডি জোন কমিটি। তাঁদের পক্ষ থেকে জানা গিয়েছে, এরকম খাদ্য বিতরণ হবে ছয় মাস পর্যন্ত। প্রতি মাসে মাসে ব্লক এলাকার মোট ৩২ জন টিবি রোগীকে পুষ্টিকর খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করবেন। এবং আগামীদিনে সমাজের দুঃস্থ অসহায়দের পাশে সর্বদায় পাশে দাঁড়াবেন এই সংগঠন। এদিন উপস্থিত ছিলেন ডিপিএইচএনও, এমওডিএনটি, বাঘমুন্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিক সুকুমার সরেন, বেঙ্গল ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন এর বাঘমুন্ডি জোন কমিটির সহ সভাপতি প্রেমানন্দ কুইরি, সম্পাদক বিক্রধর কুমার সহ অন্যান্যরা।