দীনেশ চন্দ্র কুইরী, পুরুলিয়া:- পুরুলিয়ার সুন্দরী অযোধ্যা পাহাড় বেড়াতে এসে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ পর্যটকদের।কলকাতা থেকে আগত কাস্টমস রিক্রিয়েশন ক্লাবের “হেলপিং দ্যা আন্ডার প্রিভিলেজড” কর্মসূচির অভিনব এই উদ্যোগ।
জানা গিয়েছে,শনিবার পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সুন্দরী অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত চুরুমসরেন ও কেন্দুগুটু গ্রামে কাস্টমস রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে আদিবাসী এলাকায় আট থেকে আশি বৎসরের সকলকে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কাস্টমস রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা জানান, প্রতি বৎসর আমরা ক্লাবের পক্ষ থেকে প্রত্যন্ত গ্রাম গুলোতে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরন করি।এই বৎসরও তার ব্যাতিক্রম হয়নি। এছাড়া তারা আরও জানান, কাস্টমস রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে বছরের বিভিন্ন সময় আমরা নানা সামাজিক কাজ করে আসছি।
অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত আদিবাসী চুরুমসরেন ও কেন্দুগুটু গ্রামে কাস্টমস রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে আট থেকে আশি প্রায় ৩০০ জনকে নতুন বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।প্রতিদানে ওই গ্রামের বাসিন্দারা অসংখ্য সাধুবাদ জানিয়েছেন ওই কাস্টমস রিক্রিয়েশন ক্লাবের সদস্যদের।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাস্টমস রেক্রিয়েশন ক্লাবের সকল সদস্যগণ সহ অন্যান্যরা৷