সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- সবংয়ে চাঁদকুড়িতে জনগর্জন সভার সমর্থনে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, সেই সভা মঞ্চে দাঁড়িয়ে সবংয়ের তৃণমূল নেতাদের কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া! উল্লেক্ষ্য কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আগামী ১০ ই মার্চ ব্রিগেডে ঐতিহাসিক জনসভার ডাক দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। আর সেই জনগর্জন সভায় যে সমস্ত নেতারা উপস্থিত হবেন না তাদের পদ থাকবে না ১১ ই মার্চ থেকে, সবংয়ে কড়া হুঁশিয়ারি মন্ত্রীর। তিনি আরও বলেন ব্রিগেডে মানুষের গর্জন উঠবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে, পাশাপাশি বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণও করেন মন্ত্রী।