নিজস্ব প্রতিনিধি:ভাঙলেন তবু মচকালেন না দিলীপ ঘোষ। মঙ্গলবার তার বিতর্কিত মন্তব্যের জন্য বুধবার সকালে দুঃখ প্রকাশ করেন দিলীপ ঘোষ। বলেন,’আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। দলও বিষয়টি নিয়ে বলেছে। এর জন্য আমি দুঃখিত।’ তবে সেই সঙ্গে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তুললেন প্রশ্ন ‘আমার দলের নেতা শুভেন্দু অধিকারীর নামে ও তাঁর পরিবারের নামে ওরা যা খুশি বলবে, গালাগালি করবে কেন? তখন তৃণমূলের কেউ প্রতিবাদ করে না। পুরুষ বলে কি তাঁর ও তাঁর বাবার কোনও সম্মান নেই? শুভেন্দুর বাবা একজন বরিষ্ঠ রাজনীতিবিদ। কেবল মহিলা বলে তাঁর সম্মানের প্রশ্ন উঠবে?
ইতি মধ্যেই তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে বঙ্গ রাজনীতিতে হুলস্থূল পড়েছে। বিজেপিকে ‘নারী বিদ্বেষী’ বলে দেগে দিতে মরিয়া তৃণমূল। অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। কমিশনও দিলীপ ঘোষকে শোকজ নোটিস পাঠিয়েছে।
মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের জন্য দিলীপ ঘোষকে শোকজ করে নোটিস পাঠিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যেখানে লেখা হয়েছে, ‘মাননীয় দিলীপ ঘোষ, আপনার মন্তব্য অত্যন্ত অশোভনীয় এবং অসংসদীয়। বিজেপি এই ধরনের সংস্কৃতি বহন করে না। আপনার বক্তব্যের তীব্র নিন্দা করছে দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডার নির্দেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব আপনার এই আচরণের ব্যাখ্যা দিন।’তারপরই নিজের সুর কিছুটা নরম করলেন একদা রাজ্য বিজেপির সভাপতি তথা বিজেপির বর্ধমান দুর্গাপুর আসনের ভোট প্রার্থী দিলীপ ঘোষ।