ভারতের রপ্তানি বেড়েছে ৬ শতাংশ : অর্থনৈতিক সমীক্ষা ২০২৪-২৫

সঙ্কেত ডেস্ক: বিশ্বে অস্থিরতা সত্ত্বেও ভারতের বহির্বাণিজ্য ক্ষেত্র বিকশিত হচ্ছে দ্রুতহারে। সংসদে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা অর্থনৈতিক সমীক্ষা ২০২৪-২৫-এ বিষয়টি স্পষ্ট হয়েছে।
বলা হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ৯ মাসে ভারতের পণ্য এবং পরিষেবা রপ্তানি ৬ শতাংশ হারে বেড়েছে। এই সময়ে আমদানি বেড়েছে ৬.৯ শতাংশ হারে।
লোহিত সাগরে অস্থিরতা, ইউক্রেন যুদ্ধ, পানামা ক্যানেলে সাম্প্রতিক খরা সত্ত্বেও এই বৃদ্ধির হার পরিলক্ষিত। কয়েকটি দেশের তরফে সংরক্ষণবাদী উদ্যোগও আন্তর্জাতিক আঙ্গিনায় বেশ অস্থিরতা তৈরি করেছে। এর মধ্যেও বহির্বাণিজ্য ক্ষেত্রে ভারতের অগ্রগতি বজায় রয়েছে।
পরিষেবা খাতে ভারতের রপ্তানিতে অবদান রয়েছে বিভিন্ন ক্ষেত্রে।
পরিকাঠামো ক্ষেত্রে বিকাশ এবং নীতিগত সংস্কাকের সুবাদে ভারতের রপ্তানি ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে মনে করা হচ্ছে।
অর্থবর্ষ ২৫-এ প্রথম ৮ মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের চিত্রও আশাব্যাঞ্জক। এই সময়ে সংশ্লিষ্ট খাতে লগ্নির পরিমাণ দাঁড়িয়ে ৫৫.৬ বিলিয়ন ডলার। আগের অর্থবর্ষে একই সময়ে পরিমাণটি ৪৭.২ বিলিয়ন ডলার। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের একটা বড় অংশ এসেছে পরিষেবা ক্ষেত্রে।
চলতি খাতে ঘাটতির মোকাবিলায় অভ্যন্তরীণ সঞ্চয়ের উপর জোর দেওয়া হয়েছে।
ভারতের বিদেশি মুদ্রার সঞ্চয় ২০২৪-এর ডিসেম্বরের শেষ নাগাদ দাঁড়ায় ৬৪০.৩ বিলিয়ন ডলারে।