ভারতে সন্ধান মিলল HMPV,কলকাতায় আক্রান্ত ৬ মাসের শিশু

ভারতে সন্ধান মিলল HMPV,কলকাতায়  আক্রান্ত ৬ মাসের শিশু

সঙ্কেত ডেস্ক: চীনের HMPV ভাইরাসের সংক্রমণকে ঘিরে সারা বিশ্ব উত্তাল। ভারতেও অনেকেই হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাস (Human Meta Pneumo Virus) নিয়ে ভীতসন্ত্রস্ত। এরই মধ্যে কলকাতায় ৬ মাসের এক শিশু হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভিতে আক্রান্ত হয়েছে। সূত্রের খবর, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সে চিকিৎসাধীন। শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।চিকিৎসকরা শিশুটিকে পর্যবেক্ষণে রেখেছেন।কলকাতায় আক্রান্ত শিশুটি বর্তমানে সুস্থ থাকলেও তার শরীরে এইচএমপি ভাইরাসের পজিটিভ রিপোর্ট এসেছে। জানা গিয়েছে, এই শিশুর পরিবার মুম্বইয়ে কর্মসূত্রে বসবাস করত, এবং নভেম্বর মাসে তারা কলকাতায় এসেছিল। সেই সময় শিশুটি অসুস্থ হয়ে পড়ে, এবং তার পরে পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে তার শরীরে এইচএমপি ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছ।
পাশাপাশি আইসিএমআর-এর তরফে সোমবার জানানো হয়েছে, বেঙ্গালুরুর একটি হাসপাতালে দুজন আক্রান্তের খোঁজ মিলেছে। এদের মধ্যে একজন ৩ মাসের শিশু, অন্যজন ৮ মাসের একরত্তি। এই দুই শিশুর বিদেশ থেকে ফেরার কোনও ইতিহাস নেই। অর্থাৎ দেশের মধ্যেই আক্রান্ত হয়েছে দুই খুদে।
বেঙ্গালুরুতে ৮ মাসের এক শিশু হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাসে আক্রান্ত বলে খবর পাওয়া যায়।যে বিষয়ে কর্ণাটকের স্বাস্থ্য দফতরের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে জানানো হয়েছে বলে জানা যায়। ওই ঘটনার পর ফের আরও একটি HMPV ভাইরাসে সংক্রমণজনিত খবর প্রকাশ্যে আসে। তবে দ্বিতীয় জন সংক্রমিতর বয়স কত, সে বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি। কেন্দ্রের তরফে কড়া নজর রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিষয়টি নিয়ে তল্লাশি শুরু করেছে বলে খবর। ICMR-এর তরফে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ফের আতঙ্ক ছড়াতে শুরু করেছে। প্রসঙ্গত বেঙ্গালুরুতে যে ৮ মাসের শিশু হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাসে আক্রান্ত, তার বিদেশ ভ্রমণের কোনও খবর নেই বলে জানা যায়।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এইচএমপিভির সংক্রমণ হলেও সেটি চিনা ভ্যারিয়েন্ট নয়। ফলে আতঙ্কের কোনও কারণ নেই। তাছাড়া আক্রান্ত শিশুরা সম্প্রতি কোনও বিদেশ যাত্রাও করেনি বলে জানা গিয়েছে। ফলে অন্য কোনও দেশ বা অঞ্চলে গিয়ে ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই।এইচএমপিভিতে আক্রান্তের খোঁজ পাওয়া গেলেও এনিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তাঁরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এখন এই ভাইরাসের সংক্রমণ সারা দেশে ছড়ানোর আশঙ্কা থাকায় স্বাস্থ্য দপ্তর কি নতুন কোনো নির্দেশিকা জারি করবে, সেটাই এখন বড় প্রশ্ন। তবে যেহেতু ভাইরাসটি এখনও নতুন এবং এর বিষয়ে বিশেষজ্ঞরা আরও তথ্য সংগ্রহ করছে, তাই সতর্কতার মাত্রা আরও বাড়ানো হতে পারে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *