সংবাদদাতা, আরামবাগ :মুম্বাইয়ে সোনার কাজ করতে গিয়ে ১০ দিন নিখোঁজ ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালো আরামবাগ সংসদ অপরূপা পোদ্দার। জানা গেছে বোম্বে জহুরি বাজারে সোনার কাজ করতে গিয়ে ১০ দিন নিখোঁজ এক ব্যক্তি, ওই ব্যক্তির নাম সুকুমার জানা, বাবার নাম সুশান্ত জানা। বাড়ি হুগলি জেলার পুরশুড়া থানার অন্তর্গত জানা পাড়ায়। ঘটনার খবর জানতে পেরে তড়িঘড়ি পুরশুড়ার জানা পাড়ার ওই নিখোঁজ ব্যাক্তি সুকুমার জানার বাড়িতে ছুটে যান আরামবাগ সাংসদ। এবং নিখোঁজ ওই ব্যক্তির পরিবারের সকল সদস্যের সাথে কথাবার্তা বলেন পাশাপাশি ওই নিখোঁজ ব্যক্তির পরিবারের পাশে আছে বলেন জানান আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার। এবং যাতে তার দ্রুত খোঁজ পাওয়া যায় এবং তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথাবার্তা বলে নিখোঁজ ব্যক্তির সমস্ত ইনফরমেশন মুখ্যমন্ত্রী অফিসে পাঠিয়ে দেন সাংসদ।