সংবাদদাতা, জঙ্গীপুর: ফের বিজেপি ও কগ্রেসে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। বিজেপি ১ জন ও কংগ্রেসের ২ জন, নির্দল ১ পঞ্চায়েত মেম্বার সহ ৪ জন পঞ্চায়েত মেম্বার যোগ দিলেন তৃণমূলে। একই সঙ্গে জোড়াফুলের পতাকা ধরলেন দফরপুর অঞ্চলের বহু বিজেপি কর্মী সমর্থক ও কংগ্রেসের কর্মী সমর্থকরা। আজ জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের হাত ধরে তার রঘুনাথগঞ্জ জনতা দরবারে বিজেপি মেম্বার ও কংগ্রেস মেম্বার সহ ৬০০ পরিবার তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূলে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন , রঘুনাথগঞ্জ ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ,দফাপুর অঞ্চলের প্রধান মঞ্জুর আলী সহ অঞ্চল সভাপতি কামারুল শেখ সহ অন্যান্যরা। সামনে লোকসভা নির্বাচন আর তার আগেই বড়সড়ো দল বদল করতে কার্য্যত রাজনৈতিক মহলেকে চমকে দিলেন বিধায়ক জাকির হোসেন । লোকসভা নির্বাচনের আগে একের পর এক অঞ্চলে বিরোধী শিবিরকে দুর্বল করতে ভাঙ্গন অব্যাহত রেখেছেন বিধায়ক। এদিনের এই দল বদল কে কেন্দ্র করে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।