সঙ্কেত ডেস্ক: উত্তরবঙ্গে একদা কংগ্রেসের গড় রায়গঞ্জ থেকে বাংলায় লোকসভা ভোটের জোট প্রশ্নে ফের কংগ্রেসকে বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরবঙ্গের এই সভা থেকে মমতা ফের জানালেন, বাংলায় একলা লড়বে তাঁর দল। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার লোকসভা নির্বাচনের আগে সিএএ ইস্যু উত্থাপন করার জন্য বিজেপিকে তীব্র আক্রমন করেন।তিনি এদিন বলেন, “আবার বলছে NRC করবে, একতন্ত্র চলবে। বর্ডার এলাকায় BSF কার্ড নিতে বলছে। ওই কার্ড নেবেন না। নাগরিক না হলে কীভাবে রেশন পান? ওরা মিথ্যা বলছে। বাংলায় NRC চালু করতে দেব না। আগেও দিইনি, এখনও দেব না। প্রয়োজনে রক্ত দেব।”

এদিন রায়গঞ্জের সভা থেকে মমতা আরও বলেন, ‘বিজেপি শাসিত রাজ্যে ডিম খাওয়া বন্ধ করেছে, মাছ খাওয়া বন্ধ করেছে, মাছ খাওয়া বন্ধ করেছে। দোকানগুলো বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে,’ রায়গঞ্জের সভা থেকে এভাবেই বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ সাদা পরে, তো কেউ লাল পরে, কেউ হলুদ পরে, তো কেউ বেগুনি পরে, এটা মানুষের অধিকার। বিজেপি রাজ্যগুলিতে কী করছে, ডিম খাওয়া বন্ধ, সব দোকান ভেঙে দিয়েছে। ক্ষমতায় এসেই বন্ধ করে দিয়েছে। ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ। সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ–রাজস্থানে গুঁড়িয়ে দিয়েছে।’মমতা আরও বলেন, ‘আপনি কী খাবেন আপনার ব্যাপার। আপনি মাছভাত খাবেন, না দুধভাত খাবেন এটা আপনার অধিকার। আপনি সালোয়ার পরবেন, না সাড়ি পরবেন, না প্যান্টজামা পরবেন, না মাথায় ওড়না দেবেন, আপনাদের নিজস্ব অধিকার। এই অধিকার কেউ কখনও কাড়তে পারে না। এবার ওদের বাজেট হবে না, আমাদের হবে। ওদের ভোট অন অ্যাকাউন্ট হবে। তাতেও দেখবেন মিথ্যা কথা বলছে।’
এদিন রায়গঞ্জের সরকারি সভার আগে চোপড়া, ইসলামপুরে পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই জনসংযোগ কর্মসূচি ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। যাত্রা পথে বহু মানুষের সঙ্গে যেমন কথা বলেছেন মুখ্যমন্ত্রী, তেমনই ভিড়ের কোণে মায়ের কোলে থাকা একটি ছোট্ট শিশুকে কোলে তুলে নিয়ে আদর করতেও দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। চলার পথে দু’হাত বাড়িয়ে দিয়েছেন রাস্তার পাশে দাঁড়ানো যুবকের দলকেও।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *