তারক হরি, পশ্চিম মেদিনীপুর

আজ ঘাটাল লোকসভায় চলছে ষষ্ঠ দফার ভোট গ্রহণ। সকাল থেকে অতি উৎসাহে মানুষজন গনতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন। একদিকে শনিবার গুমোট আবহাওয়া থেকে রেহাই পেতে সকাল সকাল ভোট কেন্দ্রে যে যাঁর নিজের ভোট দিতে পৌঁছেছেন।
সকাল সকাল ভোট দিতে গিয়েই বিপত্তি তে এক অষ্টার্ধ বৃদ্ধ। ডেবরা ব্লকের ৪নং খানামোহন অঞ্চলের ৮১ নং বুথে ভোট দিতে গিয়ে ভোট কেন্দ্রেই সান স্ট্রোকে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান। অসুস্থ বৃদ্ধের নাম নিরঞ্জন মিশ্র (৮৫) তাঁর বাড়ি খানামোহন অঞ্চলের বৃন্দাবনপুর এলাকায়।
এরপর তড়িঘড়ি ভোট কেন্দ্রের আধিকারিক ও স্থানীয়দের তৎপরতায় তাঁকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা চলছে। বৃদ্ধের নিকট এক আত্মীয় উত্তম মিশ্র জানান, হাই প্রেসারের কারণে তিনি অসুস্থ হয়ে আচমকাই মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে ডেবরা হাসপাতালে ভর্তি করা হয়েছে
আপাতত সংকট মুক্ত রয়েছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *