নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর
লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্য জুড়ে। এবার সেই রেশ এসে পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে।
এক বিজেপি কর্মীকে রড লাঠি নিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সবং ব্লকের ১৩ নং বিষ্ণুপুর অঞ্চলের মুরারিচক এলাকায়।
জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে ওই এলাকার এক সক্রিয় বিজেপি কর্মী পবিত্র কুমার ঘোড়াই কে অতর্কিতে এসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘিরে ধরে রড লাঠি নিয়ে বেধড়ক মারধর করে।
আহত বিজেপি কর্মীর দাবি, তাকে মারধরের সময় তার স্ত্রী ও মা বাঁচাতে এলে, তাদেরকেও ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ।
ঘটনার পরেই স্থানীয় বিজেপি কর্মীরা ছুটে এলে তৃণমূলের দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায়। গুরুতর আহত বিজেপি কর্মী পবিত্র কে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল শিবির তাদের পাল্টা দাবি, বিজেপি কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করে উল্টে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।