March 21, 2025

সময় সঙ্কেত

প্রবাহমান সময়ের পূর্বাভাষ

ভোর রাতে পুলিশী অভিযানে প্রচুর পরিমানে গাঁজা উদ্ধার,আটক পাঁচ

নিজস্ব প্রতিনিধি:শুক্রুবার ভোর পাঁচটা নাগাদ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং কুলটি থানার পুলিশ ডিসেরগড় এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় পুরুলিয়া থেকে আসা দুটি চারচাকা গাড়ি, একটি সুইফট ও একটি বোলেরো পিকআপ ভ্যানে তল্লাশির সময় গাড়ি চালক পালানোর চেষ্টা করলে চালককে ধরে ফেলে পুলিশ তারপর পুলিশ দুটি গাড়ি থেকে ২৩০কেজি গাঁজা বাজেয়াপ্ত করে এবং পাঁচজনকে গ্রেফতার করা হয়। আটক করা অভিযুক্তদের শনিবার আসানসোল আদালতে পেশ করা হবে। অভিযুক্তরা আসানসোলের বাসিন্দা বলে জানা যায়।বোলেরো পিকআপ ভ্যানে টমেটোর ক্যারেটের আড়ালে এই গাঁজা পাচার করা হয়। ৫০টি ক্যারেট টমেটোর উপরে ছিলো তার নিচে এই গাঁজা রাখা ছিলো।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ। শুক্রবার বিকেলে পুরো বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করে জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ওয়েস্ট )সন্দীপ কাররা, ACP কুলটি এসকে জাভেদ হোসেন, কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.