তারক হরি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের ভদ্রকালী গ্রামে এক ব্যক্তি গ্রামবাসীদের প্রহারের জেরে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে সোমবার, গ্রামের একটি গাছে ৪৬ বছর বয়সী বাপি খিলাড়িকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয়। পরে, নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থল থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। মঙ্গলবার সকালে, বাড়ির লোকজন তাঁকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে তড়িঘড়ি করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের দাবি, বাপি মদ্যপ অবস্থায় বাড়িতে এসে গালাগাল করতেন। যদিও তিনি কারোর নাম ধরে গালাগাল করতেন না, এদিন গ্রামের কয়েকজন লোক তাঁকে ধরে নিয়ে গিয়ে গাছে বেঁধে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে।
নারায়ণগড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।