নিজস্ব প্রতিনিধি: মধ্যরাতে ফোন করে ডেকে এক যুবককে খুনের অভিযোগে উত্তেজনা ছাড়ালো কাঁকসার গোপালপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেলে গত রাত্রি দেড়টা নাগাদ ফোন পেয়ে বাড়ী থেকে বের হয় স্থানীয় যুবক পবিত্র বিশ্বাস(২৬) তারপরই তার অচৈতন্য দেহ উদ্ধার হয় স্থনীয় সম্ভু দাসের বাড়ির সামনে থেকে । তড়িঘড়ি তাকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
মৃতের পরিবারের অভিযোগ মধ্যরাতে পাবিত্রকে ফোন করে ডেকে পাঠায় স্থানীয় সম্ভূ দাস , পরে পবিত্র ঘরে ফোন করে তাকে বাঁচানোর আজরজি জানায় । পরিবারের লোকজনের পবিত্র র খোঁজে সম্বু দাসের বাড়িতে গেলেও পবিত্র কোন সন্ধান পায় না। পরিবারের দাবি এর পরই নাকি শম্ভু দাসের বাড়ি থেকে ফোন ফোন করে জানানো হয় তাদের বাড়ির সামনে পবিত্র মদ খেয়ে মাতাল অবস্থায় পড়ে আছে । পবিত্র বিশ্বাসের মামা সুনীল মন্ডলের দাবী তারা গিয়ে দেখে পবিত্রর দেহ পড়ে আছে এবং তার শরিরে আঘাতের চিহ্ন রয়েছে ।
এরপরে পবিত্রর পরিবারের থেকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকেরা পবিত্রকে মৃত বলে ঘোষণা করে ।
পবিত্রর মৃত্যুর খবর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে । উত্তেজিত স্থানীয়রা ও মৃতের পরিবারের লোকজন হামলা চালায় শম্ভু দাসের বাড়িতে। পুড়িয়ে দেওয়া হয় শম্ভু বিশ্বাসের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি বাড়ির সামনে রাখা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । পরে কাঁকশা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।খুনের কারন নিয়ে ধোঁয়াশা,সমস্ত ঘটনার তদন্ত করছে পুলিশ ।