মন্ডলকুলি অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় সমূহের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো

সংবাদদাতা বাঁকুড়া: সম্প্রতি মন্ডলকুলি অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় সমূহের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই ক্রীড়া প্রতিযোগিতায় ২২ টি বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করেছিল। শিশুদের তিন শ্রেণীতে ভাগ করে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছিল। যারা প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণীতে পড়ে তাদের হল ক বিভাগ। যারা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে পড়ে তাদের হলো খ বিভাগ এবং যারা চতুর্থ পঞ্চম শ্রেণীতে পড়ে তাদের হল গ বিভাগ। ক বিভাগের শিশুদের ইভেন্ট ছিল আলু দৌড়, ৭৫ মিটার রেস এবং দীর্ঘলম্বন। এতে বালক ও বালিকা তারা আলাদা আলাদা ভাবে অংশগ্রহণ করেছিল।
খ বিভাগে ছিল ১০০ মিটার,২০০ মি দৌড় ,দীর্ঘ লম্ফন উচ্চ লম্ফন জিমন্যাস্টিক এবং যোগা। এত বালক বালিকারা আলাদাভাবে অংশ নেয়।গ বিভাগে ছিল ওই একই। ১০০ মিটার দৌড় ২০০ মিটার দৌড় জিমন্যাস্টিক যোগা দীর্ঘ লম্ফন উচ্চ লম্ফন।
পাশাপাশি এদিন খেলার প্রথমে ছাত্রছাত্রীদের মুড়ি ঘুগনির টিফিন দেয়া হয় ও খেলার মাঝামাঝিতে খিচুড়ি মিল দেওয়া হয়। যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তাদের পুরস্কারও ব্যবস্থা ছিল। এই খেলায় ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো তারা খুব উপভোগ করে।