নিজস্ব প্রতিনিধি: মন্ত্রী মলয় ঘটক কে নিয়ে বিতর্ক শেষ হতে না হতেই আবার নতুন করে বিতর্কএ তৃনমূল কংগ্রেস। এবার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেসের কুলটি বিধান সভার প্রাক্তন বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জীর। তারই পোস্ট করা এক সোশ্যাল মিডিয়া তৃনমূল এর সংখ্যালঘু সেলের রদবদলে মনক্ষুন্ন তিনি , সোশ্যাল মিডিয়া পোস্টে তার অভিযোগ তার অজান্তেই জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলে পরিবর্তন করা হয়েছে ।তার পোস্টে লেখা রয়েছে গতকাল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলে যে পরিবর্তন করা হয়েছে সে বিষয়ে আমার সঙ্গে বিন্দুমাত্র আলোচনা করা হয়নি।স্পষ্ট করে একটা কথাই বলছি যদি কোনো রকম দুর্নীতির অভিযোগ ওঠে তা হলে যিনি যুক্ত এবং যিনি তাকে দায়িত্ব দিয়েছেন একমাত্র তারাই দায়বদ্ধ থাকবেন।কুলটিতে দল এই বিষয়ে কোনো দায়িত্ব নেবে না।আর সোশ্যাল মিডিয়ায় পোস্টের কারণে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।এই বিষয়ে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জী বলেন আসানসোলের মাথা ও কুলটির মাথা তৃণমূল কংগ্রেসের দুটো মাথার লড়াই সার্কাস পার্টি তৃণমূল কংগ্রেসের মাছ তারা মাথা কাটবে না লেজা এটা তারাই ঠিক করবে।অপর দিকে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস বলেন প্রাক্তন বিধায়কের যা রাজনীতির পরিস্থিতি দল ধীরে ধীরে কোন ঠাসা করে দিচ্ছে এবং কোথাও না কোথাও গোষ্ঠী দন্ধ রয়েছে বলেই তো আলোচনা করেনি।যদি তা না থাকতো কুলটি ব্লকের তৃণমূল নেতৃত্বের সাথে আলোচনা করে করা উচিত ছিলো।তবে এই বিষয়ে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বলেন সোশ্যাল মিডিয়ার পোস্টের বিষয় সঠিক বলেছেন কারণ কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং ব্লক নেতৃত্ব এই বিষয়টি যানেন না এবং আরো বলেন যে জেলার নেতৃত্বর কাছে আবেদন করেন যে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির সাথে আলোচনা করলে ভালো হয় কারণ মানুষের কাছে বার্তা অন্যরকম যাচ্ছে তাই জানিয়ে করলে ভালো হয়।একই সাথে আরো বলেন আমাদের একটা যায়গায় খুব দুঃখ করি যে জেলা নেতৃত্ব কুলটি ব্লকে অনেক সময় আসেন কিন্তু ব্লকের নেতৃত্বকে জানিয়ে আসেন না আমাদের এইটা খুব দুঃখ লাগে বেশির ভাগ আমাদের জানানো হয়না জেলার নেতারা হটাৎ চলে আসে।জেলা নেতৃতের কাছে আবেদন করবো কুলটির বিষয় যখন কোনো কিছু সিদ্ধান্ত নেবেন আমার মনে হয় কুলটির প্রাক্তন বিধায়ক তথা জেলা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী ও কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায়ের সাথে আলোচনা করে নিলে ভালো হয় এবং কুলটি ব্লকে এলে আমাদের জানিয়ে এলে ভালো হয়।তবে গোষ্ঠী কোন্দলের বিষয় উড়িয়ে দেন।তবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে আর তার মধ্যেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।খবর কুলটি ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি করা হয়েছে আসানসোল পুরনিগমের কাউন্সিলার নাদিম আখতার ওরফে বাবলু কে সম্ভবত এই নাদিমকে নিয়ে ক্ষোভ জানিয়েছেন উজ্জ্বল চ্যাটার্জী।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *