সঙ্কেত ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়াপিকে কাঁচ কলা দেখিয়ে হাওড়ায় জারি রইল মন্ত্রী ও পুর প্রশাসকের দ্বৈরথ। রীতিমতো মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়ল ২ পক্ষ। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনার পর এলাকা ছয়লাপ হয়ে গিয়েছে পুলিশে। তৃণমূলের সঙ্গে তৃণমূলের কোন্দল থামাতে নামাতে হয়েছে ব়্যাফ।
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনায় কর্মীসভায় গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন দলীয় কোন্দল কোনভাবেই তিনি বরদাস্ত করবেন না।মমতার হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে ডুমুরজলায় ‘দলীয় কোন্দল’ আরও একবার প্রকাশ্যে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকে ধাক্কা দেওয়ার অভিযোগ। আঙুল উঠল রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে।
এদিন অরূপ বিশ্বাস ইকো পার্কের গেটে পা রাখতেই তাঁর সামনে হাওড়ার পুর প্রশসক সুজয় চক্রবর্তীকে এক ধাক্কা মারেন বিধায়ক মনোজ তিওয়ারি। এর পর দুপক্ষের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ধাক্কাধাক্কির মাঝে পড়েন অরূপ বিশ্বাসও। কোনও ক্রমে স্টেজ পর্যন্ত পৌঁছন তিনি। ওদিকে তখনও পার্কের বাইরে স্লোগান দিতে থাকেন মনোজের অনুগামীরা। এই ঘটনার কয়েক মিনিটের মধ্যে এলাকা পুলিশে ছয়লাপ হয়ে যায়।এর পর স্টেজে উঠে অরূপ বিশ্বাসের সামনে সুজয় চক্রবর্তীর হাতে ফুলের তোড়া তুলে দেন মনোজ তিওয়ারি। ফের কার্নিভাল চালু হল বলে ঘোষণা করা হয় মঞ্চ থেকে।
উল্লেখ বুধবার রাতে মনোজ ও সুজয়ের সংঘাতে বন্ধ হয়ে যায় হাওড়ার ক্রিসমাস কার্নিভাল। যার জেরে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তিনি বলেন, পার্কিং নিয়ে কয়েকজনের মধ্যে কী হয়েছে সেজন্য কার্নিভাল বন্ধ করার দরকার ছিল না। এটাকে সমর্থন করি না। কারও কোনও সমস্যা থাকলে জানাতে পারত।