সংবাদদাতা, হাওড়া: চোর মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে ও গনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে হাওড়ার উদয়নারায়ানপুরে বিজেপির “বিজয় সংকল্প” বিশাল জনসভায় অংশগ্রহণ করে ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল (সিএএ) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়র মিথ্যাবাদীর দ্বারা মিথ্যা প্রচার এর বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গার্ডেনরিচ কাণ্ডে বেআইনি বহুতল বিপর্যয়,সন্দেশখালি কাণ্ডে মা দিদি বোনেদের ওপর তৃনমূলের দুষ্কৃতীদের সীমাহীন অত্যাচার সেই সঙ্গে ২০২১ বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা ,পঞ্চায়েত ভোটেও লাগামহীন সন্ত্রাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন,’আমি তোলামূলের লোকেদের বলব, একুশে সালে বিধানসভা ভোটের পরে, এত অত্য়াচার এখানে করেছেন কেন? জানতে চাইব, ২০২১ সালে ভোটের পর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট পরবর্তী হিংসা নামে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহা-সহ ৬৭ জনকে আপনারা খুন করেছেন। ১২ হাজার দোকান ভেঙেছেন। দোকান-বাড়ি লুঠ করেছেন, অগ্নি সংযোগ করেছেন। জেসিবি মেশিন নিয়ে যেখানে বিজেপি বেশি ভোট পেয়েছে, ভেঙে তছনছ করে দিয়েছেন’।
এদিন বিরোধী দল নেতা রাজ্য জুড়ে সর্বস্তরে সীমাহীন দুর্নীতি লাগামহীন সন্ত্রাস,বিরোধীদের কণ্ঠরোধ, আইনশৃঙ্খলার চরম অবনতি ও তৃনমূলের দূর্নিতিপূর্ন শাসনে বাংলা জুড়ে শুধু বেকারত্ব ও বঞ্চনার কথা স্মরণ করিয়ে শুভেন্দু আরও বলেন, “এবারে আর তৃণমূলের অশান্তি করার কোনো সুযোগ থাকবে না। এবারে অন্যরকম নির্বাচন হবে। ভোট লুঠ করতে দেওয়া হবে না।বুথ প্ৰতি ৬ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। এছাড়াও দিল্লি থেকে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ওয়েব ক্যামেরায় নজর রাখবেন। কে কোথায় ছাপ্পা মারছে, সব ধরা পড়বে। তাই এবারে অন্যরকম ভোট হবে।”
সেই সঙ্গে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক, সাধারণ মানুষ ও মাতৃশক্তিদের উপস্থিতিতে আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে “আবার একবার মোদী সরকার” গড়ার আহ্বান জানিয়ে স্বৈরাচারী চোর মমতা সরকারের উৎখাতের ডাক দিয়ে “এইবার ৪০০পার” মোদী ঝড় তুললেন জনপ্রিয় জননেতা, তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।