সংবাদদাতা, বারাসাত: বারাসাতে নেতাজীসুভাষ ইনস্টিটিউশনে মরিচঝাঁপি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গণসম্মেলনের আয়োজন করেছিল মরিচঝাঁপি স্মৃতিরক্ষা কমিটি । সেই সভায় প্রধান অতিথি হিসেবে বারংবার ফোন ও মেল করে আমন্ত্রণ জানানো হয়েছিল অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে । কিন্তু মঞ্চে ওনার নাম যখন ঘোষণা করা হয় তখন বক্তব্য রাখছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য্য । কিন্তু চন্দ্রচূড় বাবুর নাম ঘোষণার পরেই তিনি মঞ্চ থেকে নেমে যান । এরপর বিজেপির উদ্বাস্তু সেলের কনভেনর ডক্টর মোহিত রায় মাইক্রোফোন কেড়ে নিয়ে বলেন চন্দ্রচূড় বাবু মঞ্চে থাকলে ওনারা নেমে যাবেন । মুহূর্তেই বিজেপি এবং হিন্দুমহাসভার কর্মীদের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় । এরপর চন্দ্রচূড় গোস্বামী ও হিন্দু মহাসভার কর্মী সমর্থকরা সভাস্থল ছেড়ে চলে যান । যাওয়ার আগে চন্দ্রচূড় বাবু ক্ষোভ প্রকাশ করে বলেন মরিচঝাঁপি ঘটনা যখন ঘটেছে তখন বিজেপির জন্মই হয়নি । তবুও সিপিএম এর হার্মাদরা জ্যোতি বসুর নির্দেশে ১৯৭৯ সালের ৩১ সে জানুয়ারী তারিখে পূর্ববঙ্গ থেকে বিতাড়িত নির্যাতিত বুভুক্ষু মেহনতি মানুষদের যেভাবে গণহত্যা করেছে তাকে ধিক্কার জানানোর অধিকার হিন্দুমহাসভা, টিএমসি, বিজেপি, কংগ্রেস সবার রয়েছে । কিন্তু মরিচঝাঁপি গণহত্যা নিয়ে আন্দোলন করার পেটেন্ট তো একা বিজেপি নিয়ে রাখেনি । অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে মঞ্চে না উঠতে পেরে উনি বলেন বিজেপি নেতৃত্বের এই ভীতি এবং অমানবিক গুন্ডা সুলভ আচরণই প্রমাণ করে দেয় তাদের পায়ের তলার মাটি সরে গেছে এবং হিন্দুমহাসভার উপস্থিতিতে তারা কতটা ভীত সন্ত্রস্ত্র হয়ে রয়েছে ।