নিজস্ব প্রতিনিধি: আজ ৩১ শে জানুয়ারি মরিচঝাঁপি গণহত্যার স্মরণে ভারতীয় জনতা পার্টির তপশিলি মোর্চার ডাকে আসানসোল কোর্টের ঘড়ি মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচি।
এদিন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী বলেন স্বাধীন ভারতের বাংলায় মানবতার ইতিহাসের অন্যতম কালো দিনের এই ঘটনা। ১৯৭৯ সালের এইদিনে বামফ্রন্ট সরকারের পুলিশ ও তাদের বাহিনীর হাতে সুন্দরবনের মরিচঝাঁপিতে শরণার্থী উদ্বাস্তু নিহত, আহত, নির্যাতিত ও ধর্ষিত হয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত তৃণমূল সরকারের দ্বিচারিতায় তারা ন্যায় থেকে বঞ্চিত। তাদের বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে এদিন আসানসোল কোর্ট চত্বরে গান্ধী মূর্তির পাদদেশ শান্তিপূর্ণ অবস্থান প্রতিবাদ করা হলো।
এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আসানসোল জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী, তপশিলি মোর্চার সভাপতি প্রদীপ বাউরি , সম্পাদক অভিজিৎ রায়, সম্পাদিকা শম্পা রায়, দুই জি এস অনিরুদ্ধ বাজপেয়ী ও তাপস রায়, বরিষ্ঠ নেতা বিবেকানন্দ ভট্টাচার্য সহ আরো অনেকে।