নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:
এক হৃদয়বিদারক ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা। খেলার ছলে গলায় ফাঁস লেগে মৃত্যু হল এক নাবালিকার।
মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকায়। মৃত নাবালিকার নাম প্রেয়সী মাইতি, বয়স (১০)।
ঘটনা সুত্রে জানা যায়, সবং ব্লকের ভিকনি বাটিটাকি এলাকায় বাড়ির পাশেই ওই নাবালিকা রবিবার বিকেলে আপনমনে খেলছিল। খেলার ছলে ফাঁসির দৃশ্য নকল করতে গিয়ে ঘটে যায় অঘটন। এদিকে বেশ কিছুক্ষণ পর মেয়ের সাড়া না পেয়ে নাবালিকার মা গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান। চিল চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা তৎক্ষণাৎ ওই নাবালিকাকে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে ওই নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।সোমবার নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য দেহ খড়গপুর হাসপাতালে পাঠানো হয়েছে। কোথা থেকে কি হয়ে গেল, বলে অনুতাপ করছেন প্রতিবেশীরা।ক্রন্দনরত অবস্থায় বার বার সংজ্ঞা হারাচ্ছেন নাবালিকার মা।এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে ।