মহাকুম্ভ তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে উদ্যোগী ভারতীয় রেল

সঙ্কেত ডেস্ক: মহাকুম্ভ উপলক্ষ্যে প্রয়াগরাজে যে বিপুল জনসমাগম হয়েছে, সেখানে যাত্রী স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ভারতীয় রেল যুদ্ধকালীন তৎপরতায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এই প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক শ্রেণীর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া ভুল তথ্য সম্পর্কে সকলকে অবহিত করেছেন। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৩০টি ট্রেন প্রয়াগরাজ অঞ্চলের ৮টি স্টেশনে আসা-যাওয়া করছে। এই ট্রেনগুলিতে ১২ লক্ষ ৫০হাজার যাত্রী সফর করেছেন। পুণ্যস্নানের পর যাত্রীদের যাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয়, তার জন্য এই স্টেশনগুলি থেকে ৪ মিনিট অন্তর ট্রেন চালানো হচ্ছে।
মাঘী পূর্ণিমা উপলক্ষে পরবর্তী অমৃত স্নানের জন্য পূণ্যার্থীদের আসা অব্যাহত রয়েছে। এরজন্য যে ট্রেনগুলি চালানো হচ্ছে, প্রতিটি ট্রেনে গড়ে ৩৭৮০ জন যাত্রী সফর করছেন। পরিস্থিতির পর্যালোচনা করতে রেল বোর্ডের চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী সতীশ কুমার, জোনাল এবং ডিভিশনাল রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানিয়েছেন, প্রয়াগরাজ জংশন সহ প্রয়াগরাজ ছেওকি, নৈনি, সুবেদারগঞ্জ, প্রয়াগ, ফাফামৌ, প্রয়াগরাজ রামবাগ এবং ঝুসি স্টেশন থেকে নিয়মিত বিশেষ ট্রেন চালানো হচ্ছে। তবে অমৃত স্নানের দু’দিন আগে থেকে পরবর্তী দু’দিন পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখা হচ্ছে। প্রয়াগরাজে সড়ক পথে পৌঁছনোর ক্ষেত্রে যানজটের কারনে পূণ্যার্থীদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তা নিরসনের জন্য রেল বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। আজ বিকাল ৩টে পর্যন্ত ২০১টি বিশেষ ট্রেন প্রয়াগরাজের ৮টি স্টেশন থেকে ৯ লক্ষ যাত্রীকে নিয়ে বিভিন্ন গন্তব্যে রওনা হয়েছে।
বর্তমানে প্রতিদিন ৩৩০টি ট্রেন প্রয়াগরাজের বিভিন্ন স্টেশনে পৌঁছাচ্ছে। গত মাসে মৌনি অমাবস্যার সময় এই সংখ্যা ৩৬০-এ পৌঁছেছিল। ভুয়ো খবরে বিভ্রান্ত না হতে যাত্রীদের শুধুমাত্র রেলের বিভিন্ন সূত্রের ওপর ভিত্তি করে তথ্য সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।