নিজস্ব প্রতিনিধিঃ পুনরায় মাইথন জলাধার থেকে জলছাড়া অব্যাহত রয়েছে। এদিন মাইথন জলাধার থেকেই জল ছাড়া হয়েছে তবে পাঞ্চেত জলাধার থেকে এদিন জল ছাড়া হয়নি।এদিন মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমান ২৪ হাজার কিউসেক করা হয়েছে।ডিভিসি থেকে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে জানা গেছে দামোদর ও বরাকর নদীর উচ্চ উপত্যকা তথা ঝাড়খণ্ড রাজ্য ও বাংলা সীমান্তে ধারাবাহিক বৃষ্টির কারনেই জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি। তবে ক্রমশ জল ছাড়ার ফলে দামোদরের নিম্ন উপত্যকার কোনো কোনো অঞ্চলে প্লাবনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।