সঙ্কেত ডেস্ক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে ২ ঘণ্টা। উচ্চমাধ্যমিক পরীক্ষা সময় এগিয়ে এসেছে ২ ঘণ্টা ১৫ মিনিট। পরীক্ষার দিন একই থাকবে বলে জানা গেছে।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, সকাল ১১ টা ৪৫ মিনিটের পরিবর্তে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে।পর্ষদের তরফে জানানো হয়েছে, সকাল ৮ টা ৩০ মিনিট থেকে পড়ুয়ারা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে। সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করে থাকে মধ্যশিক্ষা পর্ষদ। এবার সেটা আলাদাভাবে জানানো না হলেও সংশ্লিষ্ট মহলের দাবি, প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে। আর সকাল আটটা থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের। মেরেকেটে সপ্তাহদুয়েক আগে কেন আচমকা পরীক্ষার সময় পালটানো হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে পর্ষদের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তিতে জারি করে জানানো হয়েছে, এবার সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে বেলা ১ টা পর্যন্ত। অর্থাৎ নির্ধারিত সময়ের দু’ঘণ্টা ১৫ মিনিট আগে থেকেই পরীক্ষা শুরু হবে। তবে পরীক্ষার সূচি পালটানো হয়নি। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে ভোকেশনাল সাবজেক্ট, ভিজুয়াল আর্ট, সঙ্গীত, স্বাস্থ্য ও শারীর শিক্ষার মতো বিষয়গুলির পরীক্ষার সময়ও এগিয়ে আনা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই পরীক্ষাগুলো শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। পরীক্ষার সময় ২ ঘণ্টা। ২ ঘণ্টার পরীক্ষা শেষ হবে বেলা ১১টা ৪৫ মিনিটে।
পরিবর্তনের কারণ নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সরকারিভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে পরীক্ষার্থীদের সুবিধার কারণেই এই সিদ্ধান্ত বলে সংসদ সূত্রে জানা গিয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্তের পরই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে শিক্ষা মহল থেকে। অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে সমালোচনাও করছে অপর এক অংশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *