মানব সেবায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির
নিজস্ব প্রতিনিধি: রক্তদান মানে জীবন দান। দেখা যায় থ্যালাসেমিয়ায় অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে।
ঘাটতি দেখা দেয় সমস্ত ব্লাড ব্যাঙ্ক গুলোতে।এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এল মানব সেবায় পশ্চিমবর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস।
শনিবার মানব সেবায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কুলটি বিধানসভার অন্তর্গত সিতারামপুর টেগর ময়দানে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসী, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী,কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন রায়,কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত সহ আরো অনেকে।এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় ৫০জন রক্তদাতা রক্ত দান করেন।