নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর:
মৃত বাবা, অথচ ডেথ সার্টিফিকেট পেল ছেলে! মেদিনীপুর মেডিক্যাল কলেজের আজব সার্টিফিকেট হাতে পেয়ে চক্ষু চড়ক গাছ যুবকের !
জানা গিয়েছে,পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বাসিন্দা ৫৪ বছরের উত্তম নন্দী গত বছরের ১৭ নভেম্বর বিষপান করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভর্তি হয়েছিলেন। এরপর তার মৃত্যু হয়। ওই ব্যক্তির মৃত্যুর পরে ডেথ সার্টিফিকেট এর আবেদনের জন্য নিয়ম অনুযায়ী মৃতর ছোটো ছেলে বলরাম নন্দী তাঁর মৃত বাবার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস জমাও দেন হাসপাতাল কর্তৃপক্ষকে।
এরপর কেটে গিয়েছে কয়েক মাস। মৃতর ছেলে বলরাম এর মোবাইলে গত কয়েক দিন আগে একটি মেসেজ আসে এবং ডেথ সার্টিফিকেট ডাউনলোড এর একটি লিঙ্কও তার সাথে দেওয়া হয়। এরপর সেই লিংক এ ডাউনলোড করতেই চক্ষু ছানাবড়া মৃত ব্যক্তির ছেলে গোটা পরিবারের!
দেখা যায় ডেথ সার্টিফিকেটে বাবার বদলে ছেলের নামে ডেথ সার্টিফিকেট ইসু রয়েছে। ঘটনায় চরম অসস্তিতে পড়ে ওই পরিবার। এরপর হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়েছে।
তবে এ বিষয়ে মেডিকেল কর্তৃপক্ষ বিষয়টি অনিচ্ছাকৃত ভুল স্বীকার করে দ্রুত সঠিক নামের সার্টিফিকেট দেওয়ার আশ্বাস দিয়েছে।