মৌনী অমাবস্যায় বিপত্তি মহাকুম্ভে ,পদপিষ্টের ঘটনায় আহত বহু পুণ্যার্থী

প্রয়াগরাজ: মহাকুম্ভ মেলার অন্যতম গুরুত্বপূর্ণ দিন মৌনী অমাবস্যা। যে বিশেষ দিনে প্রচুর মানুষ পুণ্যস্নান (অমৃত স্নান) সেরে থাকেন। আর এবার সেই দিনটির তাৎপর্য আরও বেশি, কারণ ১৪৪ বছরের পর বিরল ‘ত্রিবেণী যোগ’ পড়েছে।আর এই যোগে মহাকুম্ভে ঘটল পদপিষ্টের ঘটনা। মৌনী অমাবস্যায় ‘অমৃত স্নান’ করার হুড়োহুড়ি তিন নদীর সঙ্গমে। তাতেই ঘটে বিপত্তি। পুণ্যস্নানের আগে হুড়োহুড়ির জেরে রাত ২ টো ৩০ মিনিট নাগাদ পদপিষ্টের ঘটনা ঘটে। দ্রুত ঘাটে নিয়ে আসা হয় একাধিক অ্যাম্বুলেন্স। আহতদের নিয়ে যাওয়া হয় মেলা প্রাঙ্গনের হাসপাতালে।ঘটনায় বহু পুণ্যার্থী আহত হন, অনেকে আবার ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় সূত্রে খবর, ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে র্যাপিড অ্যাকশন ফোর্স নামাতে হয়েছে। আখড়াগুলো অমৃতস্নানে যাওয়া স্থগিত রেখেছে। প্রশাসনের তরফে বলা হয়েছে কেউ যেন পারতপক্ষে সঙ্গমের দিকে না যান।যদিও পদপিষ্টের ঘটনার জেরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আখাড়ার পুণ্যস্নান স্থগিত করে দিয়েছে কুম্ভ প্রশাসন।যদিও প্রশাসনের তরফে দাবি করা হয়েছে যে তেমন বড় কিছু ঘটেনি। ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ আকাঙ্খা রানা বলেছেন, ‘সঙ্গমের রুটে কয়েকটি বেড়া ভেঙে গিয়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কয়েকজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। বড় কোনও ঘটনা ঘটেনি।’ ঠিক কতজন আহত হয়েছেন, তা অবশ্য খোলসা করেননি তিনি।