নিজস্ব প্রতিনিধি: মৎস্যজীবিদের জালে উঠে এলো বিশালাকার পাইথন। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো রানীবাঁধের অম্বিকানগরে।

স্থানীয় সূত্রে খবর, অম্বিকানগরের পুরাতন রাজবাড়ীর পিছনে কুমারী নদীতে অন্যান্য দিনের মতো এদিনও ধরার জন্য জাল পেতেছিলেন স্থানীয় মৎস্যজীবিরা। জাল তোলার সময় ওই বিশালাকার পাইথনটি তারা দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় বনদপ্তরে জানানো হয়।

অম্বিকানগর রাজবাড়ির বর্তমান সদস্য গৌরীশঙ্কর নারায়ণ দেও টেলিফোনে বলেন, বনদপ্তরকে খবর দেওয়ার পর তাঁদের প্রতিনিধিরা এসে আনুমানিক ১২ কেজি ওজনের ময়ালটিকে উদ্ধার করে নিয়ে যান।

অন্যদিকে, বন‌দপ্তরের পক্ষ থেকে সাময়িক পর্যবেক্ষণের পর ময়ালটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *